Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

চিকিৎসা সেবাঃ অসুস্থ্য গবাদি প্রাণীর ব্যবস্থাপএ ও ঔষধ সরবরাহ (মজুদ থাকা স্বাপেক্ষে)

কৃএিম প্রজননঃডাক/গরম হওয়া গাভীকে সরকারী ফি প্রদান স্বাপেক্ষে কৃএিম প্রজনন করা হয় ।

গবেষণাঃরক্ত ও গোবর নমুনা পরীক্ষা ও প্রয়োজনে আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগারে প্রেরন করা হয় ।

৪।অফিসে ও মাঠ কর্মীদের মাধ্যমে খামারে ও কেন্দ্র ভিওিক স্থানেগবাদি প্রাণী ও হাস মুরগীর টিকা প্রদান ।

উন্নতজাতের ঘাসের কাটিংও বীজ সরবরাহ (প্রাপ্তি সাপেক্ষে)

।প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে কৃষক ও খামারিদের বিভাগীয় প্রশিক্ষন (প্রকল্প সংস্থান অনুসারে)

৭। ক্ষুদ্র ঋণের সুফলভোগী নির্বাচন,ঋণ বিতরন ও আদায় (প্রকল্পের বিধি মোতাবেক বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে )

৮।খামার স্থাপনে  উদ্ভুদ্ধকরন ও খামার রেজিস্ট্রেশান এর ব্যবস্থাকরন ।

৯। প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও বেসরকারী সেবামুলক প্রতিষ্টানের সহযোগীতায় গবাদি প্রাণী ও হাস মুরগীর জরুরী চিকিৎসাও ত্রাণ বিতরণ