•পৌরসভা - ১ টি
•ইউনিয়ন - ১০ টি
•জনসংখ্যা - ৩,৪২,০২৭
•পুরুষ - ১,৬৪,১০৫
•মহিলা - ১,৭৭,৯২২
•প্রশাসনঃ রামগঞ্জ থানা গঠিত হয় ১৮৯১ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ২৪ মার্চ ১৯৮৩ সালে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসটি পূর্ব পাকিস্থান আমল থেকে রামগঞ্জ উপজেলায় কার্যক্রম শুরু করে। উপজেলা প্রাণিসম্পদ অফিসটি উপজেলা পরিষদ থেকে ১ কিলোমিটার দূরে রামগঞ্জ পুলিশ ষ্টেশনের পূর্ব পাশে অবস্থিত। এর আয়তন প্রায় ৫০ শতক। এই অফিসের মাধ্যমে এই উপজেলায় টিকাবীজ ও ঔষধ সরবরাহ, চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবামূলক কার্যক্রম, খামার পরিদর্শন, ঋণদান কার্যক্রম তদারকী এবং উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে পরামর্শ প্রদান ও দিক নির্দেশনা দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস